এ মৌসুমে ১০টি টেস্ট খেলতে চান জহির

এ মৌসুমে ১০টি টেস্ট খেলতে চান জহির

চলতি মাসে শ্রীলঙ্কা সফরের আগে অনুশীলনে ব্যস্ত জহির খান। চোটের জন্য দীর্ঘদিন দলের বাইরে থাকায় জাতীয় ক্রিকেট একাডেমিতে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ভারতের এই পেসার।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের জহির খান, ‘যেভাবে এগুচ্ছি তাতে আমি খুশি। বোলিং ফিটনেসের ওপর বেশি জোর দিচ্ছি। যদিও ক্যারিয়ারে প্রায়ই চোটাক্রান্ত হয়েছি। তবে এ মৌসুমে দীর্ঘ সময় মাঠে থাকতে চাই। আর সেভাবে নিজেকে তৈরি করছি।’

শ্রীলঙ্কা সফরের পর এ মৌসুমে মহেন্দ্র সিং ধোনির দল খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। লঙ্কানদের পাশাপাশি বাকি তিনটি দলের বিপক্ষেও বল হাতে মাঠে থাকতে মরিয়া জহির খান। বলেন, ‘এ মৌসুমে কমপক্ষে ১০টি টেস্ট খেলতে চাই। পাশাপাশি অবদান রাখতে চাই দলের জন্য।’

চোটের জন্য বেশ কয়েকবার জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করতে পারেননি জহির। সর্বশেষ খেলতে পারেননি এশিয়া কাপে। একজন পেসারের চোট আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাভাবিক হিসেবেই দেখেন জহির। তার মতে, একজন ফাস্ট বোলার চোট আক্রান্ত হবেন এটাই স্বাভাবিক। এজন্য ধৈর্য ধরতে হবে। কারণ শতভাগ ফিট হওয়ার পর আবারও মাঠে ফিরতে পারবে সে।

খেলাধূলা