জাতিসংঘের টিকা কার্যক্রম কোভ্যাক্স থেকে এক কোটি ৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম ধাপে কোভিড-১৯-এর টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যাতে বাংলাদেশসহ ১৩৮টি দেশের নাম রয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের জন্য এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ করা আছে।
বিশ্বে বাংলাদেশ চতুর্থ দেশ যারা কোভ্যাক্স থেকে এই বিপুল পরিমাণ ডোজ পাচ্ছে। বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়ার নাম।
জানা গেছে, কোভ্যাক্সের সিংহভাগই সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
গেল ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম ভ্যাকসিন পায় পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বিশ্বের সব দেশের মধ্যে করোনাভাইরাসের টিকার সমবণ্টন নিশ্চিত করতে গঠন করা হয় জাতিসংঘের এ জোট।