সিরিয়াতে আবারো ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ

সিরিয়াতে আবারো ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ

সিরিয়ার হামা প্রদেশের ত্রাইমসেহ শহরে সরকারি বাহিনীর হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ করেছে সরকার বিরোধী কর্মীরা।

এ ঘটনাকে হত্যাযজ্ঞ আখ্যা দিয়ে তারা বলছে, ওই গ্রামে সরকারি বাহিনী ও তাদের সমর্থক সশস্ত্র গ্রুপ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে মানুষ হত্যা করেছে। সেনা বাহিনী এ সময় ভারী গোলা বর্ষণ করে বলেও দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার রাতের দিকে প্রকাশিত এ খবরের বিস্তারিত কিছু জানাতে পারেনি কোনো পক্ষই। কয়েকটি বিরোধী গ্রুপ হত্যাকাণ্ডের বিবরণ খুব সামান্যই জানাতে পেরেছে।

হামায় রেভল্যুশনারি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ত্রাইমসেহ গ্রামে নির্বিচার হামলায় ২শ’ ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ট্যাঙ্কের গোলা, হেলিকপ্টার থেকে বোমা এবং ভারী গোলাবর্ষণে এসব মানুষ নিহত হয়। অনেককে ধরে ধরে জবাই করা হয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শতাধিক মানুষ নিহত হওয়ার খবর তারা জানতে পেরেছে। এ পর্যন্ত তারা ৩০ জনের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে এবং তাদের নাম জানতে পেরেছে।

অপরদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ওই গ্রামে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে। ‘সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ’ এ হত্যাযজ্ঞ চালিয়েছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ফাদি সামেহ জানিয়েছেন, ত্রাইমসেহ গ্রামে আলাবিত সশস্ত্র গ্রুপ ওঁত পেতে ছিল। বিদ্রোহীরা চলে যাওয়ার পর এরা নির্বিচার হত্যাকাণ্ড চালায়।

এদিকে সিরিয়ার স্থিতিশীলতা ফেরা নিয়ে ভয়ানক অনিশ্চয়তার এ মুহূর্তে প্রেসিডেন্ট বাশার আল আসাদের দু’জন অন্যতম সহযোগী পক্ষ ত্যাগ করেছেন।

এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট আসাদের ঘনিষ্ঠ সহযোগী এবং এলিট রিপাবলিকান আর্মির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মানাফ তালাস দেশত্যাগ করে তুরস্কে আশ্রয় নেন। তার পরিবারের সঙ্গে প্রেসিডেন্ট আসাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানাফের বাবা ছিলেন সিরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

গত বুধবার ইরাকে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত নওয়াফ ফারেস সরকারের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। একই সঙ্গে তিনি দেশের জ্যেষ্ঠ রাজনীতিক এবং সেনা কর্মকর্তাদেরও পক্ষত্যাগের আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক