অবসর নিলেন ব্রেট লি

অবসর নিলেন ব্রেট লি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। দুই বছর আগে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ডানহাতি এই পেসার। এবার সরে দাঁড়ালেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। তবে প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি লিগে খেলবেন বলে জানিয়েছেন গতি দানব।

১৯৯৯ সালে টেস্ট অভিষেকের এক বছর পর ডাক পান ওয়ানডেতে। ৭৬টি টেস্টে ৩১০ উইকেট নিয়ে ২০১০ সালে বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকে। শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) ও ডেনিস লিলির (৩৫৫) পর অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে ৩১০টি উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী লি।

চোটের সঙ্গে সখ্য গড়ে উঠায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ক্যারিয়ার দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রেট লি। যদিও সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেই অবসর নেওয়ার পরিকল্পনা ছিলো তার। চোটের জন্য ভেস্তে গেছে সব কিছু। একই কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে দেশে ফেরেন তিনি। অবসরের সিদ্ধান্ত নিয়ে লির বক্তব্য, ‘তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার এটাই উপযুক্ত সময়।’

২২০টি ওয়ানডে খেলে উইকেট শিকার করেছেন ৩৮০টি। এছাড়া ২৫টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ২৮টি উইকেট। জাতীয় দলের হয়ে এই গতি দানব পারফর্ম না করলেও খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি প্রতিযোগিতায়।

খেলাধূলা