আমাদের শোবিজের তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। টিভিনাটকের পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চে কাজ করছেন। শহীদুজ্জামান সেলিম মঞ্চে অভিনয়ের পাশাপাশি নাটক নির্দেশনাও দিয়ে থাকেন। এবার তার নির্দেশনায় একক অভিনয়ের একটি নাটকে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। ‘কহে নারীগণ’ নামের এ নাটকটি নিয়ে তারা এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানে প্রবাসী বাঙালীদের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গমেলায় নাটকটি মঞ্চস্থ হবে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রবাসী বাঙালীদের আয়োজনে ১৩ জুলাই থেকে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের ‘বঙ্গমেলা’। এই মেলার অংশ হিসেবে আগামী ১৪ ও ১৫ জুলাই আরনেস্ট থিয়েটার হলে শহীদুজ্জামান সেলিম নির্দেশিত ‘কহে নারীগণ’ নাটকটি প্রদর্শিত হবে। রোজি সেলিমের একক অভিনয়ের এ নাটকটি রচনা করেছেন হারুন অর রশীদ।
বঙ্গমেলার আমন্ত্রিত অতিথি হিসেবে শহীদুজ্জামান সেলিম ও রোজী সেলিম দম্পতি ১০ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন।
যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে শহীদুজ্জামান সেলিম বলেন, মঞ্চে আমার নির্দেশনায় বেশ কিছু নাটক মঞ্চস্থ হলেও এবারই প্রথম কোনো একক অভিনয়ের নাটক নির্মাণ করলাম। ‘কহে নারীগণ’ নাটকে রোজি একক অভিনয় করেছে। ঢাকায় নিজেদের মধ্যে ঘরোয়াভাবে নাটকটির প্রস্তুতিমূলক কয়েকটি প্রদর্শনী করেছি। আমেরিকা থেকে ফেরার পর ঢাকায় নাটকটির নিয়মিত প্রদর্শনী আয়োজনের ইচ্ছে আছে।
শহীদুজ্জামান সেলিম জানান, একক অভিনয়ের এ নাটকে রোজী সেলিম চারটি নারী চরিত্রে অভিনয় করেছেন। তাকে দেখা যাবে গ্রামের সাধারণ মেয়ে, চলচ্চিত্রের এক্সট্রা, হিন্দু গৃহবধূ, মমতাজ মহল এই চার নারীর চরিত্রে। বিভিন্ন সময় ও প্রেক্ষাপটে এই নারীদের জীবন কাহিনীর মাঝে অদ্ভূত মিল খোঁজার প্রচেষ্টা নিয়েই ‘কহে নারীগণ’ নাটকের গল্প।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত বঙ্গমেলায় বাংলাদেশ থেকে শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী ছাড়াও আরো যোগ দিয়েছেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, মহিউজ্জামান চৌধুরী, চন্দনা মজুমদার, শফি মন্ডল, শিমূল মুস্তাফা প্রমুখ। কলকাতা থেকেও এ মেলায় যোগ দিয়েছেন বেশ কজন শিল্পী।