বলিউডের বর্ষিয়ান অভিনেতা ও নামকরা কুস্তিগীর দারা সিং পরলোক গমন করেছেন। ১২ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
কিছুদিন আগেই দারা সিংয়ের শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি হয়। তারপর থেকে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভেন্টলেশনে নিবিড় পর্যবেণে রাখা হয়। কিন্তু প্রতিদিনই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এমতাবস্থায় বুধবার হাসপাতালে তার চিকিৎসকগণ তার বেচে থাকার সকল আশা ত্যাগ করেন। জীবন মৃত্যুর এই লড়াইয়ের সময় তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার নিজ বাড়িতে আনা হয় বুধবার রাতেই। আর পরদিন সকালে পরিবারের সকল সদস্যের সামনে তিনি তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রয়াত এই অভিনেতার জন্ম হয়েছিল পাঞ্জাবের একটি শিখ পরিবারে ১৯২৮ সালের ১ নভেম্বর। কুস্তিগীর ও অভিনয় ছাড়াও তিনি সক্রিয় রাজনীবিদও ছিলেন। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিজেপির হয়ে ভারতের রাজসভায় ছিলেন।
তার বলিউডে অভিনয় জীবনের শুরু ১৯৬০ সালে। সর্বশেষ তাকে দেখা যায় ‘জাব উই মিট’ ছবিতে অভিনয় করতে। এর পর আর অভিনয় করা হয়নি তার।