গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী যারা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী যারা

বিশ্বের অন্যতম নামি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব। গত ৩ ফেব্রুয়ারি এই অ্যাওয়ার্ডের ৭৮তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো এই আসরের পুরস্কার প্রদান অনুষ্ঠান। ২০২০ সালের হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের সেরা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান এবং সেরা তারকাদের এই পুরস্কার প্রদান করে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে টিনা ফে এবং লস অ্যাঞ্জেলেস থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যামি পোহলার। করোনা মহামারির কারণে অনুষ্ঠানে অতিথি ছিলেন শুধু সামনের সারির যোদ্ধারা। যার যার ঘরে বসে বিজয়ীরা ভিডিওতে যোগ দেন। চলুন জেনে নিই, ৭৮তম গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের নাম।

যারা পুরস্কার পেলেন
সেরা সিনেমা (ড্রামা): ‘নোমাডল্যান্ড’।
সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): ‘বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম’।
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (ড্রামা): আন্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)।
সেরা অভিনেতা-মোশন পিকচার (ড্রামা): চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম)।
সেরা অভিনেত্রী- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): রোজামুন্ড পাইক (আই কেয়ার অব লট)।
সেরা অভিনেতা- মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি): সাশা ব্যারন কোহেন (বোরাট সাবসিকোয়েন্ট মুভিফিল্ম)।
সেরা পার্শ্ব অভিনেত্রী (মোশন পিকচার্স): জোডি ফস্টার (দ্য মরিটেনিয়ান)।
সেরা পার্শ্ব অভিনেতা (মোশন পিকচার্স): ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসি)।
সেরা পরিচালক (মোশান পিকচার): ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড)।
সেরা চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭।
সেরা সিনেমা (অ্যানিমেটেড): সৌল।
সেরা বিদেশি ভাষার সিনেমা: মিনারি (যুক্তরাষ্ট্র)।
সেরা ড্রামা সিরিজ: দ্য ক্রাউন।
সেরা মিউক্যাল/কমেডি সিরিজ: শিট’স ক্রিক।
সেরা টেলিভিশন মোশন পিকচার: দ্য কুইন’স গ্যাম্বিট
সেরা টিভি অভিনেত্রী (ড্রামা সিরিজ): এমা করিন (দ্য ক্রাউন)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): জশ ও’কনোর (দ্য ক্রাউন)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ক্যাথেরিন ও’হারা (শিট’স ক্রিক)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেসন সুডেইকিস (টেড ল্যাসো)।

বিনোদন শীর্ষ খবর