চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং-আয়ারল্যান্ড উলভসের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেই চালকের আসনে স্বাগতিকরা। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড উলভস অলআউট ১৫১ রানে, বাংলাদেশ ইমার্জিং দল থামে ৩১৩ রানে। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ ৪ উইকেটে ৩৫ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম দিনের ১ উইকেটে ৮১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। ১ রানের জন্য অর্ধশতক মিস সাইফ হাসানের। পরের ওভারেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।
নার্ভাস নাইনটিতে গিয়ে আউট ইয়াসির আলী। শেষ ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ৩১৩ তে থামে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংস। আয়ারল্যান্ড উলভসের মার্ক আডায়ার ও গ্রাহাম হিউম নিয়েছেন ৩টি করে উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবার তানভিরের স্পিন ঘূর্ণির সামনে নাকাল আইরিশরা। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় দিনে ৩ উইকেট নেন বাংলাদেশ ইমার্জিং দলের এই স্পিনার।