নোয়াখালী চাটখিল পৌরসভার ২০১২-১৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর ২০১২-১৩ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১শ ২১ টাকার বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, নোয়াখালী বিএমএ সভাপতি ডা. এমএ নোমান, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র-১ শাহাজান খাঁন বাবুল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের, পৌরসভার সচিব মো. আলতাফ হোসেন, চাটখিল প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু তৈয়ব প্রমুখ।
বাজেটে ট্যাক্স বাবদ আয় ২ কোটি ৩১ লাখ ৪২ হাজার ২১ টাকা, রেইট বাবদ আয় ৫৯ লাখ ৬৪ হাজার ৬১ টাকা, ফিস বাবদ আয় ২ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা, অন্যান্য আয় ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা।
উন্নয়ন খাতে সরকারি ও রাজস্ব আয় ২১ কোটি ৬৯ লাখ টাকা, মোট আয় ৩১ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৮২ টাকা, প্রারম্ভিব স্থিতি ১ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৩৯ টাকা, সর্বমোট আয় ৩৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১শ ২১ টাকা।
বাজেটে জেনারেল এস্টাবলিস্টমেন্ট বাবদ ব্যয় ২ কোটি ৭৭ লাখ ৫০ হাজার, কর আদায় বাবদ ৪ লাখ ৫০ হাজার। স্বাস্থ্য ও পয়োপ্রণালী ৪১ লাখ ৭৫ হাজার টাকা, শিক্ষা অনুদান ও বৃক্ষরোপন ৮ লাখ ৫০ হাজার টাকা, অন্যান্য ৬ কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা।
উন্নয়ন খাতে সরকারি ও রাজস্ব ব্যয় ২৩ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা, মোট ব্যয় ৩২ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা, সমাপণী স্মৃতি ৮২ লাখ ২১ হাজার ১শ ২১ টাকা।
সর্বমোট ব্যয় ৩৩ কোটি ৭৪ লাখ ৮১ হাজার ১শ ২১ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলররা, কর্মকর্তা, কর্মচারীরা, জাতীয় দৈনিক ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।