বেসরকরি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, “ব্যবসায়ীরা বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে। নানা সীমাবদ্ধতার জন্য সরকার ব্যবসায়ীদের খুব বেশি সহযোগিতা করতে পারে না। তারপরও তারা আয় করেন। সেই আয় থেকে রাজস্ব দেন এবং পুনরায় বিনিয়োগ করেন। এভাবেই তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেন।”
বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি ব্যাবসায়ীদের পর্যটন খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, “দেশের পর্যটন খাতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে দেশের ভাবমূর্তির উন্নতি হবে। বৈদেশিক মুনাফা অর্জন করা সম্ভব হবে।”
অনুষ্ঠানে অর্থকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অর্থকণ্ঠের উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ, অর্থকণ্ঠ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী, উপদেষ্টা সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিতদের অ্যাওয়ার্ড দেন।