আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবান প্রধান মোল্লা ওমরকে রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের বর্তমান যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াই বন্ধ করে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করলে মাত্র কয়েকদিন প্রতিরোধের পরই তৎকালীন তালেবান সরকারের পতন ঘটে। এরপর থেকেই তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর পালিয়ে আছেন। তিনি যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের মধ্যে অন্যতম। এখন তার নেতৃত্বে কারজাই সরকরকে হটাতে যুদ্ধ করে যাচ্ছে তালেবান।
কারজাই অবশ্য মোল্লা ওমর এবং আফগানিস্তানের অন্য জঙ্গি সংগঠনগুলোকে অস্ত্র ছেড়ে শান্তির পথে আসার আহ্বান জানিয়ে আসছেন। এর বিনিময়ে তাদের আফগান প্রশাসনে স্থান দেওয়ার কথা বলছেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক বিবৃতিতে কারজাই বলেন, “আমি সব আফগানদের প্রতি আমার আহ্বানের পুনরুক্তি করছি, যারা অন্যের হাতের পুতুল নয় এবং দেশের ব্যাপারে একই ইস্যুতে একমত- তারা যে কোনো আলোচনায় বসতে চাইলে স্বাগত জানানো হবে।”
তিনি বলেন, “মোল্লা মোহাম্মদ ওমর আফগানিস্তানে যে অঞ্চলে খুশি অবস্থান করতে পারবেন। তিনি প্রকাশ্যে তার রাজনৈতিক কার্যালয় খুলতে পারবেন। তবে তার আগে তাকে অস্ত্র ছাড়তে হবে।”
কারজাই আরো বলেন, “তিনি এবং তার সহযাত্রীরা এসে তাদের রাজনৈতিক দল গঠন করতে পারেন। আসুন রাজনীতিতে যুক্ত হন এবং তাকে (মোল্লা ওমর) নির্বাচনে প্রার্থী করুন। যদি জনগণ তাকে ভোট দেয় তাহলে তার জন্যই ভাল। তখন তিনি দেশের নেতৃত্ব নিজের হাতে নিতে পারেন।”
অবশ্য তালেবান এর আগে একাধিকবার কারজাইয়ের এ ধরনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চলতি বছরের প্রথম দিকে কাতারে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক শান্তি আলোচনা স্থগিত করেছে তালেবান।