দেশজুড়ে ১৫ তম দিনে চলছে করোনার টিকা কার্যক্রম। প্রতিদিন বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। গতকাল পর্যন্ত ২৪ লাখের বেশি মানুষকে টিকা দেয়া হয়।
তবে টিকার দুটি ডোজ নেবার পরও বিদেশে যেতে করোনামুক্ত সনদ লাগবে বলে সচিবালয়ে নিজ দপ্তরে একটি বৈঠকের পর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, টিকার দ্বিতীয় চালানের ৩০ লাখের ঘাটতি পরবর্তী চালানে পূরণ হবে।
এদিকে রাত ১২ টা ২৫ মিনিটে ভারতের স্পাইস জেট এসজি-০০৬৩ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভ্যাকসিনের ২০ লাখ ডোজের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে।