আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের ধারা ১৮ ম্যাচে নিয়ে যাওয়ার পর ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বিস্ময় প্রকাশ করেছেন।
নিজের দলের এমন পারফরম্যান্স দেখে তিনি বলেছেন, ‘পৃথিবীর প্রতিটি দল যখন ধুঁকছে, পয়েন্ট হারাচ্ছে; তখন সিটিকে দেখে আমি বিস্মিত, মুগ্ধ।’
২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিটি ১৫ ডিসেম্বরের পর থেকে কোনো পয়েন্ট হারায়নি। ১৩ ম্যাচ বাকি থাকতে শিরোপা দেখতে পাওয়া দলটি দ্বিতীয় স্থানের ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১০ পয়েন্ট দূরে!
অথচ অন্য দলের মতো তাদেরও গত কয়েক মাসে শিডিউল সংক্রান্ত অনেক ঝামেলা মোকাবিলা করতে হয়েছে। করোনার কারণে সব পাল্টে যাওয়া পরিস্থিতিতে মানিয়ে চলতে হয়েছে।
গার্দিওলা বলছেন, ‘টানা দুই মাস আমরা ধারাবাহিক। আমি এতটা আশা করিনি।’
এমিরেটস স্টেডিয়ামে রোববার ম্যাচের একমাত্র গোলটি করেন রাহিম স্টার্লিং।
গত রাউন্ডে এভারটনকে ৩-১ গোলে হারিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো পঞ্জিকাবর্ষে প্রথম ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল সিটি।
অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি ৪৯ পয়েন্ট নিয়ে তিনে।
৩৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান দশ নম্বরে।