১৫০ বিঘা জমির তাৎক্ষণিক সেচের ব্যবস্থা করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫০ বিঘা জমির তাৎক্ষণিক সেচের ব্যবস্থা করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের ১৫০ বিঘা ফসলি জমিতে তাৎক্ষণিক সেচের ব্যবস্থা করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

আজ শনিবার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামে স্থানীয় ব্যক্তি স্বার্থের বিরোধের জন্য প্রায় ১৫০ বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই খবর পেয়ে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ঢাকা থেকে ছুটে আসেন।

কৃষকের দুর্দশার কথা চিন্তা করে তাৎক্ষণিক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সেচ সুবিধা চালুর নির্দেশ দিয়ে বলেন, জনগণ হলো আমার মূল শক্তি, জনগণের ভোটে আজ আমি এখানে আসছি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও পল্লী বিদুৎ অফিসের জিএমকে যথাযথভাবে দায়িত্বপালনের নির্দেশনা দেন। উল্লেখ্য, ভুয়া অভিযোগের ভিত্তিতে মনিরামপুর এর ইউএনও ও পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক সঠিক তদন্ত না করে ১৫০ বিঘা জমির বোরো সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। ফলে গত ৪/৫ দিনে স্কিমে সেচ সরবরাহ না করার কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়।

বাংলাদেশ শীর্ষ খবর