আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, ‘‘পদ্মাসেতুর বিষয়ে বিএনপি সাহায্য না করে উল্লাস করছে। এমনকি দেশীয় অর্থে পদ্মাসেতু নাকি ভ্রান্তিবিলাস এমন কথা বলে বেড়াচ্ছেন মওদুদরা।’’
বুধবার সকাল ১১ টায় জাতীয় গ্রন্থাগারের মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত ‘গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা ও বিরোধী দলের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বাংলাদেশ না হয়ে পৃথিবীর অন্য কোনো দেশ হলে দেশের সম্মান রক্ষায় সবাই এগিয়ে আসতেন।
তিনি আরো বলেন, দেশীয় অর্থে পদ্মাসেতু নির্মাণের সরকারি সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির নেতা মওদুদ সাহেবরা বলে বেড়াচ্ছেন, এটা নাকি কল্পনাবিলাসী।
‘‘বিএনপির কাছে এটা কল্পনাবিলাসী হতে পারে, কিন্তু আমাদের কাছে তা হতে পারে না’’ বলে মন্তব্য করেন সুরঞ্জিত।
তিনি আরো বলেন, আজ জননেত্রী শেখ হাসিনার আহ্বানে মানুষের মাঝে ঐক্যের স্রোতের সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বিএনপিক উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনারা সিদ্ধান্ত নিন, ঐক্যের পক্ষে থাকবেন, না বিপক্ষে থাকবেন।’’
তিনি বলেন, ১৬ কোটি মানুষের আকাঙ্খার প্রতীক এখন পদ্মাসেতু। ৮০ লাখ প্রবাসীসহ আপামর জনগণ আজ জননেত্রীর ডাকে সাড়া দিচ্ছেন।
কারণ, পদ্মাসেতু হলে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, ওই এলাকায় কল-কারখানা গড়ে উঠবে এবং মংলা বন্দর সচল হবে।
তিনি বিদেশিদের উদ্দেশ্য করে বলেন, ‘‘আপনারা আজ বলে বেড়াচ্ছেন, দেশে দুর্নীতি হচ্ছে। কিন্তু বিগত সরকারের আমলে যখন ৫ বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন?’’
সংগঠনের সভাপতি মো: ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি ড. আব্দুল মান্নান চৌধুরী, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।