জেলা প্রশাসক সম্মেলন’ সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ

জেলা প্রশাসক সম্মেলন’ সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ

নদী ভাঙ্গণ রোধে দেওয়া সরকারি বরাদ্দ সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। পাশপাশি উপকূলীয়  ও আইলা দূর্গত এলাকায় যেনো বাধ কেটে ফেলা না হয়, সে লক্ষে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগ উঠে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের উর্ধ্বতন পর্যায়ে অবহিত করার জন্য বলা হয়েছে।”

মন্ত্রী আরো বলেন, “নদী ভাঙ্গণ এলাকায় ছোট ছোট প্রকল্প করে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নে কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।”

বাংলাদেশ