আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, বিশ্ব ব্যাংকের কথা শুনলে বা তাদের প্রেসক্রিপশনে চললে দেশ ধ্বংস হয়ে যাবে। বিশ্বব্যাংকের প্রেসক্রিপশনে নাইজেরিয়ার অথর্নীতি ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, বাংলাদেশ যদি বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন মেনে চলে তাহলে বাংলাদেশ কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। বিশ্ব ব্যাংক বাংলাদেশের সঙ্গে অনৈতিক আচরণ করেছে। বিশ্বব্যাংক কোনো টাকা না দিয়েই দুর্নীতির অভিযোগ তুলেছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাষাণী আয়োজিত “ষড়যন্ত্র করে পদ্মাসেতু নির্মাণ ঠেকানো যাবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পদ্মাসেতু হবে’ শীর্ষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আহমদ হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পদ্মাসেতু দেশীয় অর্থায়নেই করা হবে। এ নিয়ে অপপ্রচার চলুক আমরা পদ্মাসেতু করে দেখিয়ে দেবো।
তিনি বলেন, আমরা নেতিবাচক প্রচার বেশি করি। ভাল কথা বললেই সেটির তেমন প্রচার হয় না। কিন্তু উল্টা-পাল্টা কথা বললে বেশি প্রচার হয়।
প্রধানমন্ত্রী সংসদে নিজের মোবাইল ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা জনগণকে জানিয়েছেন। এটি বিশ্বে একটি নজীর বিহীন ঘটনা।
দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ওই অনুষ্ঠানে থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হন নি।
ন্যাপ ভাসানীর সহ-সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন, জামালপুর-৪ আসনের আওয়ামী দলীয় এমপি মুরাদ হাসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদের সভাপতি খন্দকার শামসুল আলম দুদু, ওলামা লীগের দফতর সম্পাদক খুরশেদ আলম প্রমুখ।