মুনাফা বেশি নিলে কঠোর ব্যবস্থা: জি এম কাদের

মুনাফা বেশি নিলে কঠোর ব্যবস্থা: জি এম কাদের

যুক্তিসঙ্গত মাত্রার চেয়ে মুনাফা বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে স্বীকার করে তিনি বলেন, “ব্যবসায়ীরা যে মুনাফা নিচ্ছে তা যুক্তিসঙ্গত প্রমাণ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নেওয়া হবে।”

বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “জেলা প্রশাসকদের আইন বাস্তবায়নে যা প্রয়োজন তা আমরা দেবো।”

ব্যবসায়ীরা শতভাগ মুনাফা করছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে মন্ত্রী আরও বলেন, “জেলা প্রশাসকদের বলা হয়েছে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বসে যেন ব্যবস্থা নিতে পারেন।”

জিএম কাদের বলেন, “ভোক্তা অধিকার রক্ষায় যে আইন করা হয়েছে তা বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের বিস্তারিত বলা হয়েছে। তারা কমিটি গঠন করে আইন বাস্তবায়ন করতে সাংগাঠনিকভাবে কাজ করবে। তারা অঙ্গীকার করেছে।”

আইন বাস্তবায়নে টেকনিক্যাল সহযোগিতা দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বৈজ্ঞানিক যন্ত্রপাতিসহ যা যা প্রয়োজন দেওয়া হবে।”

টিসিবির দুর্বলতা রয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, “টিসিবির কার্যক্রম কেবল রমজান উপলক্ষে জোরদার করা হয়নি, সারা বছরই জোরদার রাখা হবে।”

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এ অধিবেশনের মধ্য দিয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথমার্ধের অধিবেশন শেষ হলো। বেলা পৌনে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা জেলা প্রশাসকদের।

এরপর বেলা সোয়া দুইটা থেকে ১১টি মন্ত্রণালয় ও বিভাগের ছয়টি অধিবেশন রাত ৯টা পর্যন্ত চলবে।

অর্থ বাণিজ্য