ইউরোপের শেয়ারবাজার চাঙা, খরা এশিয়ায়

ইউরোপের শেয়ারবাজার চাঙা, খরা এশিয়ায়

ইউরোজোনের অর্থমন্ত্রীরা অর্থনৈতিক সঙ্কটে আক্রান্ত স্পেনকে আরো ৩ হাজার কোটি ইউরো ঋণ সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করায় চাঙাভাব লক্ষ্য করা গেছে ইউরোপের শেয়ারবাজারগুলোতে। কিন্তু খরা কাটছে না এশিয়ার বাজারে।

জানা গেছে, স্পেনের দুর্দশাগ্রস্ত ব্যাংকিংখাতকে সহায়তা দেওয়ার জন্য এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে, চীনে আমদানি কমে যাওয়ায় টানা পঞ্চম দিনের মতো এশিয়ার শেয়ারবাজারগুলোতে ধস নেমেছে।

গত কয়েকদিন ধরে বিশ্ব পুঁজিবাজারে টানা পতন চলছে। এদিকে বিশ্বে অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বিশ্বের ক্ষমতাধর দেশগুলো বিভিন্ন প্রণোদনা দিলেও পুঁজিবাজারে ধস কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক এবং চীনের ব্যাংকগুলো সুদের হার কমালেও তা কাজে আসছে না।

বুধবার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টক্সস ৫০ প্রাইস ইইউআর’র সূচক ১৩ দশমিক ৯৪ পয়েন্ট ৪ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে, এফটিএসই ১০০ সূচক ৩৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে  ৫ হাজার ৬৬৪ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ১৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ৫০ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩৮ পয়েন্টে, আইবিইক্স ৩৫ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭২৬ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ৫৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৬৮ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ৩০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯১ পয়েন্টে এবং স্টক্সস ইউরোপ ৫০ প্রাইস সূচক ১২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে।

এশিয়ার বাজারগুলোতেও সূচকের ব্যাপক পতন হয়েছে। এশিয়ার প্রধান বাজারগুলোর মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ৪৮ দশমিক ৫২ পয়েন্ট কমে ৮ হাজার ৮০৯ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে ৭৫৩ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ৭৪ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৩২১ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে, এস অ্যান্ড পি এশিয়া ৫০ সিএমই সূচক ৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে ৩ হাজার ৭৭ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ১ হাজার ৮২৫ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ০ দশমিক ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৪০৬ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ৪ দশমিক ৬৯ পয়েন্ট কমে ২ হাজার ১৫৯ পয়েন্টে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩১ পয়েন্টে এবং বিএসই ৫০০ ইনডেস্ক ৩ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৮২ পয়েন্টে স্থির হয়।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে অধিকাংশ শেয়ারবাজারের সূচক নিম্নমুখী। বুধবার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ-জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ৮৩ হয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৩ পয়েন্ট, এস অ্যান্ড পি ৫০০ ইনডেক্স ১০ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪১ পয়েন্টে,  নাসডাক কম্পোজিট সূচক ২৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ৯০২ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ৬৮ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৭ হাজার ৬৬৭ পয়েন্টে, সান্টিয়াগো স্টক এক্সচেঞ্জে ৯৪ দশমিক ৭৭ পয়েন্ট কমে সূচক ২০ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে মেক্সিকান স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ৮৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৪০ হাজার ৪৯ পয়েন্ট, মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

অর্থ বাণিজ্য