টটেনহ্যামকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত ম্যান সিটির

টটেনহ্যামকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত ম্যান সিটির

টটেনহ্যাম হটস্পারকে উড়িয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৩-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। এ জয়ে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে রইল সিটি।

শুরু থেকে বলের দখল ও আক্রমণে সিটি এগিয়ে থাকলেও প্রথম ভালো সুযোগ পায় টটেনহ্যাম। ১৪ মিনিটে হ্যারি কেইনের বাঁকানো ফ্রি কিক পোস্টে বাধা পায়। ২১তম মিনিটে রদ্রির সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। ডানে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও আটকাতে পারেননি গোলরক্ষক উগো লরিস। ডি-বক্সে গিনদোয়ান ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল সিটি।

৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গিনদোয়ানকে কাটব্যাক করেন রাহিম স্টার্লিং। কাছ থেকে নেওয়া জার্মান মিডফিল্ডারের শট রক্ষণে বাধা পাওয়ার পর গাব্রিয়েল জেসুসের শট ক্রসবারের উপরের দিকে লেগে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে গিনদোয়ানকে ছোট পাস দেন স্টার্লিং। প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে কাছের পোস্ট দিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন লিগে গত মাসের সেরা খেলোয়াড় গিনদোয়ান।

৬৬তম মিনিটে নিজের দুর্দান্ত নৈপুণ্যে ব্যবধান বাড়ান তিনি। ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনের উঁচু করে বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে একজনকে কাটিয়ে আসরে নিজের ১১তম গোলটি করেন ৩০ বছর বয়সী ফুটবলার।

তিন মিনিট পরেই চোট নিয়ে মাঠ ছাড়েন গিনদোয়ান। তার বদলি নামেন চোট কাটিয়ে ফেরা সার্জিও আগুয়েরো। বদলি নামার ১০ মিনিট পর বাঁ পায়ের কোনাকুনি শট নিয়েছিলেন গ্যারেথ বেল। বামে ঝাঁপিয়ে জাল অক্ষত রাখেন এদেরসন। শেষদিকে চাপ ধরে রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি সিটি।

২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৩। শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হারের তোতো স্বাদ পাওয়া টটেনহ্যাম সমান ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে আটে। পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসে লেস্টার সিটি। ২৪ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৪৬। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্টে পিছিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ম্যাচে হারা লিভারপুল ২৪ ম্যাচে ১১ জয় ও সাত ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চারে আছে।

খেলাধূলা শীর্ষ খবর