বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর এবং বিশিষ্ট শিল্পপতি জয়নুল হক সিকদারের জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেডএইচ সিকদার উইমেনস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দুবাই থেকে মরদেহ নিয়ে একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসভবনে।
শনিবার জানাযার পর তার মরদেহ নেওয়া হয় শরীয়তপুরে। সেখানে জয়নুল হক সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে এই শিল্পোদ্যোক্তাকে।
বুধবার দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান সিকদার গ্রুপ অব কোম্পানিজ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জয়নুল হক সিকদার। তার বয়স হয়েছিল ৯১ বছর।