মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনজন আহত হয়েছে। মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের আহ্বানে সাড়া দেয়নি আন্দোলনকারীরা।
শুক্রবার সকাল থেকেই আবারও মহাসড়কে ভিড় করে অং সান সুচির সমর্থকসহ দেশটির জনসাধারণ। জান্তা সরকারের ওপর আরও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তারা।
এদিকে মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে মাওলামাইনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।
এর আগে, বিক্ষোভ ও আন্দোলনের সমাপ্তি টেনে সরকারি চাকরিজীবীদের কাজে ফেরার আহ্বান জানান জান্তাপ্রধান মিন অং হ্লাইং। করোনার বিস্তার রুখতে সবাইকে জমায়েত থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পর এ আহ্বান জানালেন তিনি।
বৃহস্পতিবার রাতভর চিকিৎসকসহ অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন শতাধিক কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে শুক্রবার সকালে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে দেশটির সেনা সরকার।
এদিকে সেনা অভ্যুত্থান করায় মিয়ানমারে শাস্তিমূলক নিষেধাজ্ঞা, অস্ত্র ও ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণপূর্ব এশীয় দেশের জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী থমাস অ্যান্ড্রুস।