ভ্যাকসিন নিলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই : সিডিসি

ভ্যাকসিন নিলে কোয়ারেন্টিনের প্রয়োজন নেই : সিডিসি

করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া কেউ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।

করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া হলেও স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার নির্দেশনা বিশেষজ্ঞরা আগেই দিয়েছিলেন। তবে এবার মার্কিন গবেষকরা টিকা নেয়া ব্যক্তির কোয়ারেন্টিনের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যারা ভ্যাকসিনের পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন তারা কেউ কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে না। তবে এই ১৪ দিনে করোনার কোনো লক্ষণ দেখা দেয় কিনা খেয়াল রাখতে হবে। লক্ষণ দেখা দিলে অবশ্যই কোয়ারেন্টিনে যেতে হবে।

সিডিসি আরও বলেছে, কেউ কোয়ারেন্টিনে না গেলে, তা হতে হবে ভ্যাকসিনের শেষ ডোজ নেয়ার ৩ মাসের মধ্যে।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, করোনার নতুন ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে প্রতিষ্ঠানটির আরও ৬ থেকে ৯ মাস সময় লাগতে পারে। আরও কয়েক মাস আগেই নতুন টিকার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফাইজার জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছে এমন ব্যক্তিদের শরীরে শক্তিশালী রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার প্রমাণ মিলেছে। ভাইরাসের গঠনে বড় পরিবর্তন না এলে ফাইজার-বায়োএনটেকের বর্তমান ভ্যাকসিন ভবিষ্যতেও কার্যকারিতা দেবে বলে আশা প্রতিষ্ঠানটির।

বাংলাদেশ শীর্ষ খবর