পদ্মাসেতু দেশের মানসম্মানের বিষয় বলে উল্লেখ করে এ সেতু নির্মাণে সরকারকে সহযোগিতা করার জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা সহযোগিতা না করে ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। এটি দেশের জন্য মানসম্মানের বিষয় ও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই বিরোধিতা না করে সরকারের পাশে এসে দাঁড়ান।’’
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির(ডিআরইউ) বীর উত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মাসেতু নিয়ে বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নাসিম বলেন, ‘‘পদ্মাসেতু বিষয়ে বিশ্বব্যাংক যে কাজ করেছে, তা দুঃখজনক। দু’একজন ব্যক্তির জন্য ১৬ কোটি মানুষ কষ্ট পেতে পারে না। বিশ্বব্যাংকের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম।’’
তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘‘পদ্মাসেতু আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই এ প্রসঙ্গে ভেবে-চিন্তে কথা বলতে হবে। দায়িত্ববান হয়ে কথা বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না, যাতে কোনো বিরোধী শক্তি এ কাজ বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ পায়।’’
‘‘আমরা পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু করে যেতে পারবো, শেষ করতে পারবো না’’ বলে মন্তব্য করে পদ্মাসেতু পেতে ভোটের মাধ্যমে জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নাসিম।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের জন্য ড. ইউনূস দায়ী বলে অভিযোগ করে তার উদ্দেশ্যে বলেন, ‘‘আপনি বিদেশে গিয়ে পদ্মাসেতুর বিষয়ে বিরোধিতা করে এসেছেন। আপনি যতোই নোবেল পান না কেন, আপনি দেশপ্রেমের পরিচয় দেননি।’’
বঙ্গবন্ধু একাডেমির ভাইস চেয়ারম্যান ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ফয়েজ উদ্দিন শেখ।