করোনা মহামারি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আইনজীবীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘গতকাল টিকা নিয়েছি, আজ আদালতে এসেছি, কোনো সমস্যা হয়নি। আপনারাও টিকা নিয়ে নিন।’
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি উপস্থিত সবাইকে টিকা নেওয়ার আহবান জানান। তখন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, স্যার আমরা কাল টিকা নেব।
জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অব দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।
পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এ জন্য দেরি হয়েছে।
এর পর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।
প্রসঙ্গত, রবিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ বিচারপতি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকালে টিকা নেন। প্রধান বিচারপতি সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।