পদ্মাসেতু: দাতাদের সরকারের অবস্থান জানালেন অর্থমন্ত্রী

পদ্মাসেতু: দাতাদের সরকারের অবস্থান জানালেন অর্থমন্ত্রী

পদ্মাসেতু নিয়ে দাতা সংস্থাদের সঙ্গে বৈঠক করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দাতাদের সামনে বিশ্বব্যাংকের পদ্মাসেতুর ঋণ চুক্তি বাতিলের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

পাশাপাশি কিভাবে বৈদেশিক সহায়তা নিয়ে পদ্মাসেতু নির্মাণ করা যায়, সে বিষয়টি নিয়েও দাতাদের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে কো চেয়ারের দায়িত্ব পালন করেন ‍অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদ।

ইউএনডিপির আবাসিক প্রধান নীল ওয়াকার, এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসাকো, বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরসহ সকল দাতা সংস্থা ও দেশের স্থানীয় প্রধানরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করেছে, সেটা পুনর্বিবেচনার জন্য বিশ্ব ব্যাংকের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। আর সেজন্য সব উন্নয়ন সংস্থা বা দাতা সংস্থাকে পাশে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, আজকে পদ্মা সেতুর ব্যাপারে বাংলাদেশের যে অবস্থান সে অবস্থানগুলোই দাতা সংস্থার কাছে তুলে ধরা হয়েছে।

ইকবাল মাহমুদ বলেন, আজকের বৈঠকের মূল বিষয় ছিল পদ্মা সেতু। পদ্মা সেতু নিয়ে আমাদের যে অবস্থান তা সবার সামনে তুলে ধরেছি। অর্থমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন। আশা করছি বিশ্বব্যাংক এ বিষয়টি বিবেচনা করবে।

অর্থ বাণিজ্য