বিশ্বব্যাংককে অনুরোধ জানানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংককে অনুরোধ জানানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

পদ্মাসেতুতে অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংককে অনুরোধ জানানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, “পদ্মাসেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংককে অনুরোধ জানানো হবে না, এটা ঠিক নয়। আমরা এ বিষয়টির পুনর্বিবেচনা চাই। তবে এটা এখন নয়, আরেকটু টেস্ট (পরখ) করে দেখি। কোন সময় চাই সেটাই বিবেচ্য বিষয়।”

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি আরো বলেন, “এর আগে পদ্মাসেতুর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দাতা সংস্থা এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ও ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করলেও অন্যরা আমাদের সঙ্গে আছে।”

অর্থমন্ত্রী বলেন, “এছাড়া গত মে-জুন থেকে ভারত, যুক্তরাজ্য ও আমেরিকা বিষয়টি সুরাহার জন্য বিশ্বব্যাংককে বলেছে।”

দেশীয় অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “জেলা প্রশাসকদের বলেছি, নিজস্ব অর্থে পদ্মাসেতু নির্মাণে তেমন সমস্যা হবে না। বিশেষত এ প্রকল্পে সরকারের যে অর্থ বরাদ্দ আছে, এ বছর এর সঙ্গে সামান্য যোগ করতে হবে। এছাড়া জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে ৩টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয় ৩টি হচ্ছে- স্থানীয় সরকার, ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও জেলা বাজেট। এছাড়া হাওর-বাওড় উন্নয়নের কথাও বলেছেন তারা।”

জেলা প্রশাসকদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “তারা তহবিল ছাড়ে সমস্যার কথা বলেছেন। কিন্তু এটা তো আমার সমস্যা নয়, মন্ত্রণালয়ের সমস্যা। আমি তো ৩ মাস পর পর অর্থ দিয়ে দিই।”

অর্থ বাণিজ্য