এশিয়ার প্রথম কোন দেশ হিসেবে মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। আগামী মাসে দেশটিতে মডার্নার ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে, গত বছরের ডিসেম্বরে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় দেশটি।
এরইমধ্যে সিঙ্গাপুরের স্বাস্থ্য ও বিমানকর্মীসহ এক লাখ ৭৫ হাজার মানুষ ভ্যাকসিন নিয়েছে। কর্তৃপক্ষের আশা, বছরে প্রথম প্রান্তিকেই সব নাগরিককে করোনা টিকা প্রয়োগ করতে পারব তারা। চীনের সিনোভ্যাক করোনা টিকার জন্যও বুকিং দিয়েছে সিঙ্গাপুর।