সর্বকালের সেরা ক্রীড়া তারকা হিসেবে ফুটবলার পেলে এবং বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে ফেদেরারকে রাখা উচিত বলে মনে করেন উইম্বলডন এককের ফাইনালে সুইস তারকার কাছে পরাজিত অ্যান্ডি মারে।
রোববার ফাইনালে ফেদেরার ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ গেমে ইংল্যান্ডের অ্যান্ডি মারেকে হারিয়ে ১৭তম গ্র্যান্ডসø্যাম জেতেন। একই সঙ্গে উইম্বলডনে সর্বোচ্চ সাত শিরোপা জয়ের পিট সাম্প্রাসের রেকর্ডেও ভাগ বসান ৩০ বছরের এই সুইস তারকা।।
অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা জয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন ফেদেরার। এই সাফল্য তাকে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ের স্বীকৃতি দেওয়ার দাবিকে আরো জোরালো করেছে। যদিও সর্বকালের সেরার বিষয়ে ফেদেরারকে নিয়ে বিতর্কের এখনই অবসান চান না স্পেন তারকা রাফায়েল নাদালের ভক্ত মারে।
তবে এই স্কটিশ টেনিস তারকা মনে করেন ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার পেলে এবং ক্যারিশমাটিক হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলীর মতো ফেদেরারও অমরত্বের অধিকারী। মারে বলেন,‘তাকে (ফেদেরার) সেখানেই রাখা উচিত। আমার মতে সেরাদের আলোচনা উঠলে তাদের সঙ্গে রাফাকেও (নাদাল) রাখা উচিত। দু‘জনই এই অঙ্গনে সেরা।’
‘রজার এখনো বিস্ময়কর টেনিস খেলছেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন তিনি (রজার) কি পিছিয়ে যেতে শুরু করেছেন। তিনি কি আগের মতো খেলছেন না। তবে আপনারা যদি গত কয়েক বছরে তার হেরে যাওয়া ম্যাচগুলোর দিকে লক্ষ্য করেন- দেখতে পাবেন ওই ম্যাচগুলো ছিলো খুবই ক্লোজ এবং তিনি জিততেও পারতেন।‘
‘এখনো দুর্দান্ত টেনিস খেলছে সে। আমি মনে করিনা যোগ্য না হলে কারো পক্ষে র্যাঙ্কিংসেরা হওয়া সম্ভব। আর হ্যাঁ, এটি ছিল তার জন্য দারুণ একটি সপ্তাহ।’ বলেন প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলা মারে।