রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে ‘মুক্তিযুদ্ধে জাতীয় নাট্যোৎসব’। উৎসবের অষ্টম দিন ১০ জুলাই মঙ্গলবার মোট ৭টি নাটক মঞ্চস্থ হয়। উৎসবের নবম দিন ১১ জুলই বুধবার প্রদর্শিত হবে ১০টি নাটক।
১০ জুলাই মঙ্গলবার জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় তীর্যক নাট্যগোষ্ঠী, চট্টগ্রাম -এর নাটক ‘নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ নাট্যদল, ঢাকা এর নাটক ‘রাজারবাগ-৭১’ এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হচ্ছে হাসান তারেক নির্দেশিত নাটক শিরোমণির ট্যাংক যুদ্ধ, অত:পর।
এই দিন স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হয় মাহাবুবুল¬াহ মুকুল নির্দেশিত সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ, গোপালগঞ্জ এর নাটক ‘বন্ধু নইমকে খোলা চিঠি’ এবং নিহারেন্দু কর নির্দেশিত মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার এর নাটক ‘ফাঁসুড়ে’। এছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হয় শহীদ পাটোয়ারী নির্দেশিত চাঁদপুর সরকারি মহিলা কলেজ এর নাটক ‘তেসরা এপ্রিল ১৯৭১’, সন্ধ্যা সাড়ে ৭ টায় মঞ্চস্থ হয় সৈয়দ সূফী মো. তাহেরুল ইসলাম নির্দেশিত বেগম কামরুননেছা ডিগ্রী কলেজ, দুরাকুটি, লালমনির হাট এর নাটক ‘সন্ধ্যার সূর্য’।
১১ জুলাই বুধবার জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দেবাশিষ ঘোষ নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সিরাজগঞ্জ) -এর নাটক ‘ক্ষোভ’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সূদীপ চক্রবর্তী নির্দেশিত শূন্যন, ঢাকা এর নাটক ‘লালজমিন’ এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হবে শিশির রহমান নির্দেশিত নাটক জল মহলায় নীল সমাধি।
এইদিন স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে অনিরুদ্ধ কুমার ধর শান্তনু নির্দেশিত সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ এর নাটক ‘য্দ্ধু এবং জায়িতারা’, সন্ধ্যা সাড়ে ৭ টায় মঞ্চস্থ হবে মানস কর নির্দেশিত গুরু দয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ এর নাটক ‘প্রমথন’। এছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে জাহিদ রিপন নির্দেশিত স্বপ্নদল, ঢাকা এর নাটক ‘স্বাধীনতা সংগ্রাম’, সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে তুহিন খান নির্দেশিত বরগুনা সরকারি কলেজ, বরগুনা এর নাটক ‘তোড়’ এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হবে অজয় দাশ নির্দেশিত শরিয়তপুর সরকারি কলেজের নাটক ‘রাত্রি শেষের যাত্রী’ ।