ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন ১১ জুলাই অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাউন্সিল উপলক্ষে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মোল্লা মুহাম্মদ আবু কাউসার।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম গত তিন বছর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি সভাপতির পদ ছেড়ে দেওয়ায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোল্লা মুহাম্মদ আবু কাউসার।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ইতোমধ্যে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ সমাপ্তির পথে। ট্রাফিক বিভাগ, পুলিশ, সিটি করপোরেশন, ওয়াসা সহ সব মহলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, স্বোচ্ছাসেবক লীগ করতে বয়স বা পেশার কোনো সীমাবদ্ধতা নেই। এবার কাউন্সিলে গঠনতন্ত্রে কিছুটা সংশোধনী হবে এবং নতুন কমিটির কলেবর বৃদ্ধি করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটি ও মানুষের স্বাধীনতার সুফল ভোগ করা এবং মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে এবারে সংগঠনটির দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সহ সভাপতি অধ্যাপক আবুল হান্নান, ম রাজ্জাক, নির্মল রঞ্জন গুহ, ড. উৎপল সরকার, মঈন উদ্দিন মঈন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, গোলাম সারোয়ার মামুন, আন্তর্জাতিক সম্পাদক সাইমুম সারোয়ার কমল, দফতর সম্পাদক, সালেহ মোহাম্মদ টুটুল, কেন্দ্রীয় সদস্য ওবায়দুল হক খান প্রমুখ।
কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে জানতে চাওয়া হলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ বাংলানিউজকে বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে সংগঠনে নতুন নেতৃত্ব আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশ দেন, সেভাবেই সংগঠন পরিচালিত হবে।
দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের মতো স্বেচ্ছাসেবক লীগও মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছে। সংগঠনটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ২৭ জুলাই।