সম্পাদকীয়

Yellow Journalism.
I like it.
But no cheating allowed.
সারা জীবন প্রতিটি কাজ করার আগে শতবার ভেবেছি, আমি কখন কি কাজ করে ফেলি যাতে আমার ও আমার পরিবারের অসন্মান হয়।
*********************
বাংলাদেশ হাই কোর্ট আদেশ দিয়েছেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও র‍্যাব ও পুলিশ কারো টাকা বা জমি উদ্ধার করে দিতে পারবে না।
তাই, অবৈধভাবে টাকা বা জমি দখলকারীর কাজ থেকে টাকা বা জমি উদ্ধার করার জন্য আদালতে যেতে হবে। আদালতের রায় হবে জজ কোর্ট, হাইকোর্ট এপিলেড ডিভিশন পর্যন্ত যেতে হবে, তারপর….. পাওয়া যেতেও পারে নাও যেতে পারে…..
সংবিধান পড়ে যতটুকু জেনেছি, নুতন আইন বা আইনের পরিবর্তন করবে বাংলাদেশ জাতীয় সংসদ,
সেই আইন আনুযায়ী বিচার করবে কোর্ট।
নুতন আইন বা বিদ্যমান আইনের পরিবর্তন করার ক্ষমতা হাইকোর্টের আছে কি?
শ্রদ্ধান্তে
মুহাম্মদ মনিরুজ্জামান খান
সম্পাদক ও প্রকাশক
প্রিয়দেশ ডটকম।

সম্পাদকের কলাম