নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে সরকারের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন সংগঠন।
এসব সংগঠনের মধ্যে রয়েছে, বাংলাদেশ সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পারসোনাল অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ তদের এক দিনের বেতন সেতু প্রকল্প ফান্ডে জমা দেওয়ার ঘোষণা দিল।
এর আগে সোমবার দুপুরে সচিবালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি এক দিনের বেতন প্রকল্প ফান্ডে জমা দেওয়ার ঘোষণা দেয়। এ নিয়ে পাঁচটি সংগঠন পদ্মাসেতু প্রকল্প ফান্ডে বেতনের এক দিনের অর্থ জমা দেওয়ার ঘোষণা দিল।
রোববার সংগঠনগুলো জরুরি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
চারটি সংগঠনের পক্ষে পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনগুলোর অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পদ্মাসেতু প্রকল্প ফান্ডে একদিনের বেতন জমা দেওয়া হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনগুলো তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ” উদ্যোগের অংশ হিসেবে এক দিনের বেতন প্রকল্প ফান্ডে জমা দেওয়ার আহ্বান জানান।