রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে আকস্মিক বন্যায় মৃতদের উদ্দ্যেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
স্মরণকালের ভয়াবহতম এ বন্যায় অঞ্চলটিতে কমপক্ষে ১৭১ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত বসতবাড়ি। ৫৭ হাজার অধিবাসীর শহর ক্রিমস্কে সবচে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে কৃষ্ণসাগরের কাছে গেলেনজিকে এবং বন্দর নগরী নভোরসিয়াস্কেতেও হতাহতের খবর পাওয়া গেছে।
এদিকে বন্যার পূর্বভাস সঠিকভাবে দেওয়া হয়েছিল কি না তা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া প্রাণহানির পেছনে দায়িত্বে অবহেলা দায়ী কি না এ বিষয়ে একটি পৃথক অপরাধ তদন্ত চলছে জানা গেছে।
গত শনিবার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন শেষে পুতিন এই তদন্তের নির্দেশ দেন এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
অবশ্য জলাধারের স্লুইসগেট খুলে দেওয়ার কারণেই বন্যা ভয়াবহ রূপ নেয় এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে কর্মকর্তারা।
পুতিন (৫৯) ২০১২ সালে তৃতীয় বারেরমত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম দেশটিতে এমন ভয়াবহ দুর্যোগ দেখা দিল।