পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় সেনা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা রক্ষাকারী ৭ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।
ঘটনাটি ঘটে রোববার রাতে পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলার চিনাব নদীর নিকটবর্তী এলাকায়।
চলতি বছরের মে মাসে বিধ্বস্ত হওয়া একটি সেনা প্রশিক্ষণ বিমানের পাইলটের দেহাবশেষ খুঁজতে এ ক্যাম্পটি স্থাপন করা হয়েছিলো।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তাকর্মীদের ওপর এ ধরনের হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এ ধরনের হামলা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচে বড় হুমকি বলে বিবেচন করা হচ্ছে।
রোববারের হামলার দায় এখন পর্যন্ত কোন সংগঠন স্বীকার করেনি।
কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা সংখ্যায় কতজন ছিলো তা নিশ্চিত করা যায়নি। এ সময় তারা ব্রিজের উপর থেকে গুলি এবং বোমা নিক্ষেপ করে বলে একজন নিরাপত্তাকর্মী জানান।