বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় চলমান ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’-এ আগামী ১১ জুলাই, ২০১২ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্বপ্নদলের মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘স্বাধীনতা সংগ্রাম’-এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন স্বপ্নদলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের চেয়ারম্যান জাহিদ রিপন।
লোকখেলা, নৌকা বাইচ, জারি-সারি-পুতুলনাচ, উৎসব-মেলা-আনন্দে ঘেরা হাজার বছরের ঐতিহ্যময় সাম্প্রদায়িক সম্প্রীতির আবহমান বাঙলা। কৃষিভিত্তিক এ ভূখণ্ডের স্বাভাবিক বিকাশপথে অপ্রত্যাশিত মধ্যখণ্ডন শান্তিপ্রিয় বাঙালির ওপর স্বার্থগত কারণে চাপিয়ে দেয়া পাকিস্তানের বর্বর যুদ্ধ। আর এতে হানাদারদের সহযোগী হয় বাঙলারই অন্ন-জলে বেড়ে ওঠা সুবিধাবাদী কিছু স্বাধীনতাবিরোধী! অনিবার্য মুক্তির আহ্বানে তখন বাঙলার নির্যাতিত মানুষ একতাবদ্ধ হয়ে দাঁড়ায় এদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় বাঙালির লাল-সবুজের পতাকা। এ প্রেক্ষাপট অবলম্বনেই নির্মিত হয়েছে স্বপ্নদল প্রযোজনা মূক-আঙ্গিকে বাঙালির গৌরবগাথা ‘স্বাধীনতা সংগ্রাম’।
মূকাভিনয় ‘স্বাধীনতা সংগ্রাম’এর কুশীলবেরা হলেনÑ শ্যামল, সুকন্যা, সামাদ, শিশির, শাহিন, মোস্তাফিজ, সোনালী, মিতা, শুভ, মাধূরি, সাহান, ইউসুফ, রেজাউল, চঞ্চল প্রমুখ।
এবারের ‘মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসব’-এ ১০২ টি প্রযোজনার মধ্যে মাত্র ২ টি মূকাভিনয় প্রযোজনা অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় ‘ফ্রিডম’-এর মঞ্চায়ন গত ৪ জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং ১১ জুলাই স্বপ্নদলের প্রযোজনায় ‘স্বাধীনতা সংগ্রাম’-ই এ উৎসবের সর্বশেষ মূকাভিনয় পরিবেশনা।