নিজস্ব অর্থায়ন থেকে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। এ জন্য মোবাইল ফোনের প্রতিটি কল থেকে ২৫ পয়সা করে কাটা হলে অনেক টাকা আসবে।
এ মতামত জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটের।
রোববার বাজেট অধিবেশনে ফজলুল আজিমের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অবশ্য স্পিকার এ বক্তব্যকে তার নিজের মতামত উল্লেখ করে বলেন, “যদিও স্পিকার হিসেবে আমার প্রস্তাব দেওয়ার কথা নয়। কিন্তু আমিও আপনাদের মতো সদস্য। সে কারণেই আমি এ বিষয়টি বিবেচনা করার জন্য বলছি।”
মোবাইল ফোনের কল থেকে টাকা আদায় করার বিষয়টি ভেবে দেখা যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, “পদ্মাসেতু কেন, অনেক বড় বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করা সম্ভব। তবে এক্ষেত্রে সংসদ সদস্যদের নিজেদের এলাকায় জনমত গড়ে তুলতে হবে।”
“অবশেষে সোহেল তাজের পদত্যাগপত্র গৃহীত হলো” এমন বক্তব্যের জবাবে স্পিকার বলেন, “যে কোন সদস্য সংবিধান ও সংসদের কার্যপ্রনালি বিধি অনুযায়ী পদত্যাগপত্র পাঠালে তা আমি গ্রহণ করবো।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আগে তিনি (সোহেল তাজ) মরতে চেয়েছেন কি না তা কার্যপ্রণালিবিধি অনুযায়ী হয়নি। শনিবার তিনি মরার জন্য এসেছিলেন। আমি জান কবচ করে ফেলেছি।