টেলিযোগাযোগ অবকাঠামো ভাগাভাগি করে ব্যবহারের জন্য মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও ওয়াইমেক্স অপারেটর কিউবির মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
সম্প্রতি সই হওয়া এই চুক্তি অনুযায়ী, কিউবি রবি’র বর্তমান অবকাঠামো ব্যবহার করে তাদের সেবা আরো উন্নত করা এবং খরচ কমিয়ে আনার সুযোগ পাবে। সামনের দিনগুলোতে যাতে করে সাধারণ মানুষের কাছে দ্রুততম সময়ে প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়া যায়, সে জন্য কাজ করতে পারবে। এতে করে সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
রবি’র কর্পোটের অফিসে অবকাঠামো ভাগাভাগির চুক্তিতে সই করেন রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাইকেল ক্যুনার এবং কিউবির প্রধান নির্বাহি কর্মকর্তা জেরি মবস।
এ সময় রবি’র চিফ স্ট্র্যাটেজি অফিসার তাৎসু কোনো, ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট স্ট্র্যাটিজি) আহমেদ আরমান সিদ্দিকী, জেনারেল ম্যানেজার (হোলসেল বিজনেস) মো. মিজানুর রহমান এবং কিউবি’র চিফ ফিনান্সিয়াল অফিসার ডি. এস. ফয়সাল হায়দার, চিফ টেকনলজি অফিসার মো. শফিকুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।