আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র ৯৪তম শাখা হিসেবে ‘হালিশহর শাখা’র কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রামের হালিশহরের ফইল্যাতলী বাজারে রোববার এ শাখার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন শিল্পপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খলিলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল।
এসময় ব্যাংকের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।