মেক্সিকোতে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে রাজধানী মেক্সিকো সিটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। নির্বাচনে পক্ষপাতিত্ব এবং অনিয়মের অভিযোগে ফলাফল বাতিলের দাবিতে রোববার রাজনৈতিক দলের নেতা-কর্মীরাসহ সাধারণ মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছে।
বিক্ষোভ অংশগ্রহণকারীদের অভিযোগ, বিজয়ী ঘোষিত প্রার্থী এনরিক পেনা নিয়েতোর দল টাকা দিয়ে ভোট কিনেছে।
এর আগে শনিবার নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আদালত যাবেন বলে জানিয়েছেন নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী বামপন্থি নেতা আন্দ্রেস মানুয়েল লোপেস অব্রাদোর। এদিন রাজধানী মেক্সিকো সিটিতে একটি প্রতিবাদ র্যালির আয়োজন করে লোপেজের সমর্থকরা।
লোপেজ বলেছেন, তিনি আদালতে প্রমাণ করে দেখাবেন, মধ্যপন্থি প্রার্থী এনরিক পেনা নিয়েতোর বিজয় নিশ্চিত করার জন্য ভোট কিনতে কীভাবে কালো টাকা ঢালা হয়েছে।
নিয়েতো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে ভোট পুনর্গণনার দাবি করেন লোপেস অব্রাদোর। তার দাবির প্রেক্ষিতে কিছু অঞ্চলের ভোট পুনর্গণনা করে শুক্রবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ৩৮ দশমিক ২১ শতাংশ ভোট পেয়ে পেনা নিয়েতোকে বিজয়ী ঘোষণা করা হয়। অপর দিকে তার নিকট প্রতিদ্বন্দ্বী লোপেস অব্রাদোর পান ৩১ দশমিক ৫৯ শতাংশ ভোট।
মেক্সিকোতে এর আগেরবার ছয় বছর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যান বামপন্থি লোপেজ অব্রাদোর। এবারের নির্বাচনে বিরোধী পক্ষের ব্যাপক জালিয়াতির অভিযোগ করছেন তিনি। এর প্রতিবাদে সপ্তাহ ধরে বিক্ষোভে রাজধানীর মধ্যাঞ্চল প্রায় অচল হয়ে পড়েছে।
এদিকে অপর প্রার্থী তৃতীয় স্থান অধিকারী ডানপন্থি ন্যাশনাল অ্যাকশন পার্টির নেতা হোসেফিনা ভাসকেস মোতা পরাজয় মেনে নিয়েছেন।
তবে গত ১ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ শুধু বামপন্থিদের দিক থেকে উঠছে তা নয়। সাধারণের মধ্য থেকেও নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠছে এবং বিভিন্ন পক্ষ থেকে এর তদন্তের দাবি তোলা হচ্ছে।