আ.লীগ ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন হয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন হয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে শিক্ষার মানোন্নয়ন হয়, শিক্ষিতের হার বাড়ে। জাতিকে শতভাগ শিক্ষায় উন্নীত করা এবং বাঙালি জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার।”

শনিবার দুপুরে পাবনার সাঁথিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, “ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কারণ, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।”

শামসুল হক টুকু বলেন, “দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে সাধারণ শিক্ষার পাশাপাশি জাতিকে কারিগরি ও ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।”

কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুল দাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, যুগ্মআহ্বায়ক হাসান আলী খান, রবিউল করিম হিরু, অধ্যাপক আশরাফুল আলম মজনু প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী সাঁথিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এছাড়া বিকেলে সাঁথিয়া উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

রাজনীতি