মেধাবী ও ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে-ওবায়দুল কাদের

মেধাবী ও ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে-ওবায়দুল কাদের

রেল ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী ও ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। তা না হলে রাজনীতি খারাপ মানুষের হাতে চলে যাবে। চরিত্রহীন, অসৎ লোকেরা এমপি হবে। দেশের বারোটা বাজবে।

শনিবার সকাল ১১টায় খুলনার নগরভবনে ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা সিটি কর্পোরেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, Òমেধাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। সহিংসতার রাজনীতি এবং  বিষময় রাজনীতি পরিহার করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে মেধাবীদের রাজনীতিতে আসতে হবে।

সংবর্ধনা সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান।

এ সময় প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন এবং প্যানেল মেয়র-২ মো. মনিরুজ্জামান খান খোকন ও  কাউন্সিলর মো. মনিরুজ্জামান বক্তব্য দেন।

খুলনা মহানগরীর ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার ৫৫৪ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেওয়া  হয়। এর মধ্যে ৭৩৮ জন ছাত্র এবং ৮১৬ জন ছাত্রী।

বাংলাদেশ রাজনীতি