প্রধান বিরোধী দল বিএনপির রেকর্ড বর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে এ সরকারের চতুর্থ বাজেট অধিবেশন। এটি নবম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন।
বিকেল সোয়া ৫টায় অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রী ও স্পিকারের সমাপনী ভাষণের মধ্য দিয়ে শেষ হবে এ বাজেট অধিবেশন।
অন্যবারের সমাপনী ভাষণের চেয়ে রোববার প্রধানমন্ত্রীর ভাষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রী ভাষণে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এতে এ সেতু নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চূড়ান্ত ধারণা দেবেন প্রধানমন্ত্রী। বিশ্বব্যাংক পদ্মাসেতুর ঋণ চুক্তি কেন বাতিল করলো তা নিয়ে অনেক অজানা তথ্যও দিতে পারেন প্রধানমন্ত্রী।
গত বুধবার নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদে পদ্মাসেতু নিয়ে জবাব দিতে গিয়ে সমাপনী ভাষণে এ নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি বিশ্বব্যাংকের এ ধরনের আচরণের কঠোর সমালোচনা করে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে সরকার পদ্মাসেতু নির্মাণ করবেন বলে ঘোষণা দেন।
এদিকে এ অধিবেশনের পুরো সময়টাতেই অনুপস্থিত থেকে রেকর্ড করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দীর্ঘ বিরতির পর দ্বাদশ অধিবেশনে বিরোধী দল যোগ দিলেও আগের মতো ওয়াক আউট করে অধিবেশন বজর্ন করেনি। তবে তত্ত্বাবধায়ক পুর্নবহাল ও নিখোঁজ ইলিয়াস আলী ইস্যুতে বাজেট অধিবেশনে যোগ না দেওয়ার আভাস দিয়েছিলো বিএনপি। বিরোধী দলীয় সদস্যরা টানা ৭৭ কার্যদিবস বর্জনের পর দ্বাদশ অধিবেশনে গত ১৮ মার্চ সংসদে যোগ দেন।
বাজেট পাশের দিন অধিবেশনে অনুপস্থিত থেকে দেশের ইতিহাসে বিরোধী দল হিসাবে বাজেট অধিবেশন বর্জনের নতুন রেকর্ড গড়েছে বিএনপি। ৯০ এর আন্দোলনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে দেশ ফেরার পর থেকে এতবার বিরোধী দলের বাজেট অধিবেশন বর্জনের ঘটনা ঘটেনি। এর আগে দেশ স্বাধীন হওয়ার পর সংসদের মেয়াদ দুই আড়াই বছরের বেশি না হওয়ায় এতবার বাজেট অধিবেশন বর্জনের সুযোগ তৈরি হয়নি।
সংসদ সবিচালয় সূত্রে জানা গেছে, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১-১৯৯৬ মেয়াদে ৫ম সংসদে বিরোধী দলে থাকা আওয়ামী লীগ দুই বার বাজেট অধিবেশন বর্জন করে। এরপর ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলেও ওই ৬ষ্ঠ ওই সংসদে কোন বাজেট পেশের সুযোগ হয়নি।
এরপর ১৯৯৬-২০০১ মেয়াদে ৭ম মেয়াদে বিরোধী দলে থাকা বিএনপি দুই বার বাজেট অধিবেশন বর্জন করে। ৮ম সংসদে ২০০১-২০০৬ মেয়াদে আওয়ামী লীগ ১টি বাজেট অধিবেশন বর্জন করে।
পরবর্তী সময়ে ৯ম সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে টানা চতুর্থ বাজেট অধিবেশন বজর্ন করলো বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। তবে বাজেটে তারা নিয়মিত ছাঁটাই প্রস্তাব দিয়ে আসছে।