সোহেল তাজের পদত্যাগ পত্র গ্রহণে কাপাসিয়ায় আ.লীগ নীরব, বিএনপির মিষ্টি বিতরণ

সোহেল তাজের পদত্যাগ পত্র গ্রহণে কাপাসিয়ায় আ.লীগ নীরব, বিএনপির মিষ্টি বিতরণ

গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ তানজীম আহমেদ সোহেল তাজের পদত্যাগ পত্র স্পিকার গ্রহণ করেছেন, এমন সংবাদে কাপাসিয়া আওয়ামী লীগে কোনো উত্তাপ নেই।

তবে বিএনপি নেতাকর্মীরা সেখানে মিষ্টি বিতরণ করেছেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, “আমি বিষয়টি এইমাত্র জানলাম। কাপাসিয়ায় এ নিয়ে কোনো উত্তেজনা নেই।”

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশীদ খান বলেন, “সোহেল তাজের পদত্যাগ কেউ ভালো চোখে দেখছেন না।”

কোনো কর্মসূচি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আগেই মিছিল করা শেষ। এখন আর কোনো কর্মসূচি নেই।”

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “সোহেল তাজ নীতিবান মানুষের ছেলে। তিনি কথা রক্ষা করেছেন।”

গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আজিজুল হক পেরা বলেন, “সোহেল তাজ কঠিন আঘাত পেয়েছেন। বাবার যোগ্য সন্তান তিনি। আমরা তাকে সাধুবাদ জানাই।”

কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েত হোসেন লিয়ন বলেন, “মিষ্টি বিতরণ করা হয়েছে। এখন আনন্দ মিছিলের প্রস্তুতি চলছে।”

বাংলাদেশ