ওয়েবসাইটে সেন্টমার্টিন্স দ্বীপের ভুল ছবি প্রকাশ করায় ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আখতারুজ্জামান কবিরকে ভৎর্সনা করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান।
শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আতিথেয়তা (হসপিটালিটি) শিল্পের ওপর আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ ভৎর্সনা করেন।
ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে সেন্টমার্টিন্সের ভুল ছবি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এটা লজ্জার বিষয়।’
এ সময় সিইও আখতারুজ্জামান কবিরকে লক্ষ্য করে মন্ত্রী আরও বলেন, “এর জন্য তুমি দায়ী। যারা ওয়েবসাইটটি তৈরি করেছে তারাও দায়ী।”
প্রতিউত্তরে সিইও কবির দুঃখ প্রকাশ করে বলেন, “এর সমাধান হয়েছে।”
এরপর ফারুক খান কড়া ভাষায় বলেন, “এরকম ভুল যেন আর না হয়।”
পর্যটন বিষয়ক পাক্ষিক পত্রিকা বাংলাদেশ মনিটরের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আতিথেয়তা শিল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন মনিটরের প্রধান সম্পাদক রকিব সিদ্দিকী। মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
আলোচনায় অংশ নেন- বিশিষ্ট শিল্পপতি ও ওয়েস্টিন হোটেলের মালিক নূর আলী, হোটেল ওশান প্যারাডাইসের চেয়ারম্যান এম এন করিম, সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার ই জে ম্যাকওয়ান, ওয়েস্টিন হোটেলের জেনারেল ম্যানেজার আজীম শাহ, হোটেল লা ভিঞ্চির ব্যবস্থাপনা পরিচালক এটিএম সাঈদুল আলম, হোটেল ওয়াশিংটনের জেনারেল ম্যানেজার শেখ সাঈদ হোসেন, রিসোর্ট মাস্কের চেয়ারম্যান আকরাম আলী খান প্রমুখ।
নূর আলী বলেন, “মদের ওপর সরকারকে ৭০০ শতাংশ ট্যাক্স ও ভ্যাট দিতে হয়। এই পরিমান ভ্যাট ও ট্যাক্স দিয়ে বিদেশি অতিথিদের আপ্যায়ন করা সম্ভব নয়।”
তিনি বলেন, “বিশ্বে ১০০ কোটি পর্যটক। আমরা যদি পর্যটন খাতকে এগিয়ে নিতে পারি তাহলে বিশ্বের ১০টি দেশের মধ্যে আমাদের অবস্থান তৈরি করতে পারি।”
সমালোচনার সমালোচনায় মন্ত্রী
আলোচনা সভায় পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেন, “আমরা সমালোচনা করতে পছন্দ করি, এটাই আমাদের সমস্যা। অনেকে কিছু ভেবে সমালোচনা করে থাকেন। বিদেশিরা বাংলাদেশে যানজটও দেখতে চায়। ঢাকায় তারা ওয়াশিংটন ডিসি দেখতে আসেন না। তবে শহরটাকে আরেকটু সাজাতে হবে, সমস্যাগুলো দূর করতে হবে।”
সভায় পর্যটন বিষয়ে আলোচকদের সমালোচনার জবাবে মন্ত্রী এসব বলেন।
তিনি বলেন “আমরা বর্তমানে ৪০টি দেশকে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছি। আগামীতে কয়েকটি দেশ ছাড়া সবাইকে আমরা এ সুবিধা দেব।”
“দেশের প্রতিটি এলাকায় আমরা কমপক্ষে পাঁচটি পর্যটন এলাকা চিহ্নিত করছি। এসব এলাকার বিভিন্ন তথ্য নিয়ে বই আকারে প্রকাশ করা হবে।”
উল্লেখ্য, গত ৫ জুলাই ‘ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে সেন্টমার্টিন্সের মিথ্যা ছবি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলানিউজ। এর দুই ঘণ্টা পরই সেন্টমার্টিন্সের সঠিক ছবি আপলোড করা হয়।
গত ১ জুলাই পর্যটন বোর্ডের নতুন ওয়েবসাইট (www.tourismboard.gov.bd ) উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ফারুক খান।