যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফাইজার-বায়োএনটেকের প্রথম করোনা ভ্যাকসিন দেয়া স্বাস্থ্যকর্মীকে দ্বিতীয় ও শেষ ভ্যাকসিন দেয়া হয়েছে।
সোমবার স্যান্ড্রা লিন্ডসকে করোনার দ্বিতীয় টিকা দেয়া হয়। কয়েক মাস ধরেই নিউ ইয়র্কের কুইন্সে লং আইল্যান্ডের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন তিনি।
দ্বিতীয় ভ্যাকসিন নেয়ার পর তিনি বলেন, ভ্যাকসিনটি নিরাপদ আর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে ফাইজার-বায়োএনটেকের প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে ইতিহাস গড়েন লিন্ডসে।
১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়। ফাইজার-বায়োএনটেকের প্রথম ডোজ নেয়ার তিন সপ্তাহ পর করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে হয়।