প্রতিটি রাজনৈতিক আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্রলীগ: প্রধানমন্ত্রী

প্রতিটি রাজনৈতিক আন্দোলনে রক্ত দিয়েছে ছাত্রলীগ: প্রধানমন্ত্রী

ছাত্রলীগ দেশের প্রতিটি রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল বলেই বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।

পরে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, তখন ছাত্রলীগ নেতারা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের কাছে এসেই সকল দিক নির্দেশনা নিয়ে যেতেন।’

পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ উন্নতি করতে পারে, সেটা যারা মেনে নিতে পারেননি, তারাই এখনও চক্রান্ত করছে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা মহামারি ও সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল জিয়াউর রহমান সেই আদর্শকেই ধ্বংস করেছিল। জিয়াউর রহমান ছাত্রলীগের নেতাদের তার দলে টানতেন। না হলে তাদের গুম করা হতো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারাবিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। করোনার কারণে হয়ত আমরা একটু থমকে গেছি।’

ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ভূমিকা উল্লেখ করে সংগঠনের এই অভিভাবক বলেন, ‘যে কোনো আন্দোলন সফল করতে সংগঠন দরকার। ছাত্রলীগ যে কোনো আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বৈশ্বিক এই মহামারির মধ্যে ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে।’

রাজনীতি শীর্ষ খবর