ব্রেক্সিট : নতুন যুগের শুরু যুক্তরাজ্যে

ব্রেক্সিট : নতুন যুগের শুরু যুক্তরাজ্যে

আজ থেকে নতুন যুগের শুরু করল যুক্তরাজ্য। আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর বাংলাদেশ সময় শুক্রবার ভোর পাঁচটা থেকে কার্যকর হয়েছে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি।

ফলে এখন থেকে ভ্রমণ, অভিবাসন, বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আইন নয়, বরং নিজেদের আইনে চলবে যুক্তরাজ্য।

চুক্তি কার্যকর হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, স্বাধীনতা এখন নিজেদের হাতে। এখন আরোও ভাল ও স্বাধীনভাবে নিজেদের দেশ গড়া যাবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলেও যুক্তরাজ্যের সঙ্গে বন্ধুত্ব ও মিত্রতার সম্পর্ক থাকবে।

গেল বছরের ৩১শে জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হলেও এতদিন পর্যন্ত ইইউ-এর বাণিজ্যিক নিয়ম মেনে চলে এসেছে যুক্তরাজ্য। গত বুধবার হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে বিলটি অনুমোদন পায় এবং রাণীর সম্মতিতে চুক্তিটি যুক্তরাজ্যের আইনে পরিণত হয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর