প্রভা-শান্তর রিসিপশন

প্রভা-শান্তর রিসিপশন

অলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আর মাহমুদ শান্তর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে। দুই পরিবারের যৌথ আয়োজনে এই রিসিপশনের আয়োজন করা হয়েছে। প্রভা ও শান্ত বর্তমানে রিসিপশন নিমন্ত্রণ পত্র বিলি কাটাচ্ছেন ব্যাস্ত সময়।

গত বছর ১৯ ডিসেম্বর রাতে পারিবারিক পছন্দে প্রভা ও শান্তের বিয়ের আকদ হয়েছিল। প্রভাদের মোহাম্মদপুরের বাসায় হওয়া এই আকদ অনুষ্ঠানে ছিলেন কেবল দুই পরিবারের ঘণিষ্ঠজনেরা।

প্রভা বলেন, পারিবারিক কারণে তড়িঘড়ি করে আমার আর শান্তর বিয়ের আকদ হয়। কাউকে সেভাবে তখন জানানো সম্ভব হয় নি। এবার আমরা মিডিয়ার সবাইকে নিয়ে যৌথভাবে রিসিপশনের আয়োজন করেছি। আমাদের জন্য দোয়া করবেন।

প্রভার স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশাল। বড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মা একজন চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত আছেন।

উল্লেখ্য, জীবনের অনাকাঙ্খিত সব ঘটনা এড়িয়ে প্রভা এখন আবার নিয়মিত অভিনয়ে ফিরে এসেছেন। এ ক্ষেত্রে স্বামী ও শ্বশুরবাড়ির অনুপ্রেরণা তার সঙ্গী হয়েছে।

বিনোদন