আগামী বছর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু : ক্যাপ্টেন তাজ

আগামী বছর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু : ক্যাপ্টেন তাজ

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম বলেছেন, “নিজেদের টাকা দিয়ে আগামী বছর পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে।”

“শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আর আওয়ামী লীগ দেশ ও জনগণের কথা ভেবে কাজ করে। তাই আগামী বছর দেশের টাকা দিয়েই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করে বিশ্ব ব্যাংকের মিথ্যাচারের জবাব দেওয়া হবে।”

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বিশ্ব ব্যাংক অভিযোগ করার কারণে দেশের সার্থে মন্ত্রীসহ তিনজনকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু দুর্নীতির মিথ্যা অভিযোগ মেনে নেওয়া হয়নি বলে ঋণ চুক্তি বাতিল করেছে বিশ্ব ব্যাংক।”

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক মো. শাফায়েত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বাহেরচর গ্রামের মো.গোলাম মোস্তফার নেতৃত্বে প্রায় ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

বাংলাদেশ